বিনোদন ডেস্ক : বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছেনা কঙ্গনার। এবার তার ব্যক্তিগত দেহরক্ষীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন মুম্বইয়ের এক বিউটিশিয়ান। এ ঘটনায় মুম্বাইয়ের ডিএন নগর থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে। ওই নারীর দাবি, তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন ওই যুবক। কিছুদিন সম্পর্কে থাকার পর কর্ণাটকে চলে যান তিনি, শহরের বাইরে যাওয়ার সময় মহিলার কাছ থেকে ৫০ হাজার টাকা ধার হিসেবে নিয়েও যান।
সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা গেছে, ওই যুবকের সঙ্গে ওই নারীর আট বছর আগে পরিচয় হয়। গতবছর তাকে বিয়ের প্রস্তাব দেন তিনি। এরপর একসঙ্গে থাকতে শুরু করেন দুজন। একাধিকবার তারা শারীরিক সম্পর্কে আবদ্ধ হন।
গত ২ এপ্রিল ৫০ হাজার টাকাও নিয়েছিলেন কঙ্গনার দেহরক্ষী। পরে তিনি কর্ণাটক চলে যান। পরে যুবকের মায়ের কাছ থেকে তিনি জানতে পারেন যে সে অন্য একজনকে বিয়ে করে তার সঙ্গেই থাকছেন।
পরে, ওই যুবকের বিরুদ্ধে মুম্বাই পুলিশ ৩৭সি৬ ধারা অনুযায়ী (ধর্ষণ), ৩ ৩৭৭ ধারা অনুযায়ী (অপ্রকৃত যৌনতা) এবং আইপিসির ৪২০ ধারা (প্রতারণা) অনুযায়ী মামলা করা হয়েছে।
এর আগে কঙ্গনার প্রাক্তন হেয়ারস্টাইলিস্ট অলিস্টার ডিজিওর বিরুদ্ধে এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছিল। যদিও এ বিষয়ে এখনও মুখ খোলেননি কঙ্গনা। তবে তিনি একাধিকবার দেহরক্ষীর সঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন এবং তিনি বারবার উল্লেখ করতেন যে সে তার পরিবারের মতো।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:) , মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন নির্বাহী সম্পাদক : মতিউর রহমান ( জনি), সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), মফস্বল সম্পাদক: এহতেশামুল হক (মাশুক)।
চৌধুরী মল (৫ম তলা), ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাটুলী, ঢাকা-১২০৩। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম