করোনা ভাইরাস দেখা দেওয়ায় দেশের সকল ইমিগ্রেশন চেকপোস্টে সতর্ক অবস্থা জারি করেছে স্বাস্থ্য বিভাগ। এর ধারাবাহিকতায় বেনাপোল চেকপোস্টে ভারত হয়ে যে সকল বিদেশি পর্যটক বাংলাদেশ প্রবেশ করছে তাদের চেকপোস্ট স্বাস্থ্য বিভাগ সতর্কতার সঙ্গে পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে।
মেডিকেল অফিসার আব্দুল মজিদ জানান, আন্তর্জাতিক এ চেকপোস্ট দিয়ে প্রতিদিন ৭ থেকে ৮ হাজার দেশি-বিদেশি পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করে। করোনা ভাইরাসের জীবাণু যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেজন্য গত ১৮ জানুয়ারি থেকে বিভিন্ন দেশ থেকে আসা সন্দেহজনক শতাধিক পাসপোর্ট যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অশোক কুমার সাহা জানান, চীনে করোনা নামে একটি ভাইরাস দেখা দেওয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয় দেশের সকল ইমিগ্রেশন চেকপোস্টে সতর্ক থাকতে চিঠি দিয়েছে। এ রোগে সাধারণত মাথা ব্যথা, ঠাণ্ডা কাশি অনুভবসহ নানা ধরনের উপসর্গ দেখা দিতে পারে। এ রোগের তেমন কোনো ওষুধ নেই। নিবিড় পরিচর্যায় এ রোগ থেকে মুক্ত হওয়া যায়।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:) , মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন নির্বাহী সম্পাদক : মতিউর রহমান ( জনি), সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), মফস্বল সম্পাদক: এহতেশামুল হক (মাশুক)।
চৌধুরী মল (৫ম তলা), ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাটুলী, ঢাকা-১২০৩। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম