ঝালকাঠির কাঠালিয়া উপজেলার নিবার্হী কর্মকর্তা (ইউএনও) ডা. মোঃ শরীফ ফায়জুল আলম, ২০১৭সালে নবগত মুক্তিযোদ্ধাদের বাছাই কমিটির সভাপতি হওয়ায় হাতিয়ে নিয়েছে লক্ষাদিক টাকা কাঠালিয়ার উপজেলার জণসাধারণের অভিযোগ। জানা যায় মুক্তিযোদ্ধার বাছাই কমিটি ৮ বির্সিষ্ট ছিল। এদের মধ্যে সভাপতি (ইউএনও)। ২০১৭সালে ২২শে মার্চ বাছাই কমিটিতে শুধু ৮ বির্সিষ্ট কমিটি ছারাও উপজেলা ছিল দালাল কমিটির ভরপুর। (ইউএনও) প্রধান দালাল সিনিয়র সাংবাদিক সহ বাছাই কমিটির হাতে ধরা তিন থেকে চাঁরজন। বাছাই শেষে দীর্ঘদিন পরও ফলাফল মিলেনি বলে জানান জনসাধারণ। অনন্য জেলার বাছাই শেষে দ্রুত ফলাফল প্রকাশ। যারা বাছাইর সময় কোন প্রশ্ননের উত্তর দিতে পারেনি এমকি অপ্রাপ্ত বসয় যাদের তারাও অর্থরে জোরে মুক্তিযোদ্ধার পরিচয় দাবি করেও বলে, অভিযোগ করে জনগণ। চেঁচরি ইউনিয়নের মোঃ মতি খান জানান, বাছাইয়ের সময় ৬০হাজার টাকার নিচে যাওয়া যাবেনা যার কারনে আমি বাছাইয়ের সময় অর্থ অভাবে যেতে পারিনি।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড