আন্তর্জাতিক ডেস্ক: কানাডার ভ্যাঙ্কুভার শহরে ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দেয়ার ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। প্রাণহানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শনিবার (২৬ এপ্রিল) স্থানীয় সময় রাতে ভ্যাঙ্কুভারের ইস্ট ৪৩তম অ্যাভিনিউ ও ফ্রেজার স্ট্রিটে এক উৎসব চলাকালে এ ঘটনা ঘটে। খবর যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম বিবিসির।
বার্ষিক উৎসব ‘লাপু লাপু’ শুরুর কিছু সময় পরে এক গাড়িচালক ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দেয়। ঘটনাস্থলেই হতাহত হন অনেকে।
ঘটনাস্থলের বেশ কিছু ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। একটি ভিডিওতে দেখা গেছে, ঘটনাস্থলে বেশ কয়েকটি পুলিশের গাড়ি, অ্যাম্বুলেন্স ও দমকল বিভাগের গাড়ি দাঁড়িয়ে আছে। মাটিতে পড়ে আছে হতাহত ব্যক্তিরা।
এরই মাঝে সেই গাড়ি চালককে আটক করেছে পুলিশ। তার বয়স ৩০ বছর। তিনি ব্রিটিশ কলম্বিয়া শহরের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, এটি কোনো সন্ত্রাসী হামলা নয়। তবে তদন্ত চলছে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:) , মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন নির্বাহী সম্পাদক : মতিউর রহমান ( জনি), সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), মফস্বল সম্পাদক: এহতেশামুল হক (মাশুক)।
চৌধুরী মল (৫ম তলা), ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাটুলী, ঢাকা-১২০৩। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম