বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত ও সমালোচিত নায়িকা পরীমনি দীর্ঘ ২৭ দিন পর জামিনে মুক্তি পেয়েছেন।
জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর আজ সকাল সাড়ে নয়টার দিকে ছাড়া পান তিনি। এসময় কারা ফটকে পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী ও খালু জসিম উদ্দিনসহ স্বজনরা উপস্থিত ছিলেন। পরীমণিকে এক নজর দেখার জন্য ভক্তরা কারা ফটকে ভিড় করেন।
মঙ্গলবার রাতে কারাগারে এসে পৌঁছায় পরীমণির জামিনের কাগজপত্র। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে কারাগার থেকে মুক্তি পান পরী মণি। এরপরই কারাফটক থেকে বের হন তিনি। কারা ফটকের সামনে নায়িকা পরিমনি উপস্থিত ভক্ত ও গণমাধ্যম কর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান।
সাদা গাড়ির সাথে মিলিয়ে পরীমণি তার মুক্তির দিন পড়েছেন সাদা পোষাক। মাথায়ও বাধা ছিলো সাদা ওড়না। তবে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কোনো কথা বলেননি পরীমণি। কারাফটকে কথা বলেন তার আইনজীবী। পরীমণির আইনজীবীদের দাবি, তাকে অন্যায়ভাবে এতোদিন কারাগারে আটকে রাখা হয়েছিলো।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:) , মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন নির্বাহী সম্পাদক : মতিউর রহমান ( জনি), সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), মফস্বল সম্পাদক: এহতেশামুল হক (মাশুক)।
চৌধুরী মল (৫ম তলা), ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাটুলী, ঢাকা-১২০৩। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম