ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরের বান্দিপোরায় এক বিএসএফ জওয়ানকে বাড়িতে ঢুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে এই ঘটনা ঘটে।জানা গেছে, কয়েক বছর আগে বিএসএফ-এ যোগ দিয়েছিলেন ২৩ বছরের জওয়ান মহম্মদ রমজান পারায়। তার পোস্টিং ছিল বারামুলা শহরে। গত ২০ দিন ধরে তিনি ছুটিতে ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রথমে দৃর্বৃত্তরা ওই জওয়ানকে মারধর করছিল। কিন্তু তার দুই ভাই জাভিদ ও শাহিদ, বাবা গুলাম ও চাচী হেব্বা বেগম বাধা দিতে গেলে অস্ত্রধারীরা তাদের স্বয়ংক্রিয় রাইফেল থেকে এলোপাথারি গুলি ছুড়তে থাকে। এতে ঘটনাস্থলেই রমজান পারায়ের মৃত্যু হয়। তিন জনকে গুরুতর জখম অবস্থায় শ্রীনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বান্দিপোরার পুলিশ সুপার জুলফিকার আজাদ জানিয়েছেন, প্রথমে ওই জওয়ানকে অপহরণ করার চেষ্টা করেছিল দুর্বৃত্তরা। তবে পরিবারের থেকে বাধা পেয়ে তারা গুলি চালাতে শুরু করে। এরপর গুলি ছুড়তে ছুড়তেই তারা পালিয়ে যায়।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড