বগুড়া-নওগাঁ মহাসড়কের বিবিরপুকুর এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বুদু মন্ডল (২৮) নিহত হয়েছেন ও দু'জন গুরুতর আহত হয়েছেন। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল ভর্তি করা হয়েছে। আজ দুপুরে কাহালু উপজেলার বিবিরপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় পর বিক্ষুব্ধ জনতা বাসটির আটক করে গ্লাস ভাঙচুর করেছে।
নিহত বুদু বগুড়া সদর উপজেলার গোদারপাড়ার এলাকার রফিক মন্ডলের ছেলে। আহতরা হলেন, একই এলাকার নাদিম হোসেন (২৫) ও সাহেদ মিয়া (২২)।
কাহালু থানার এসআই বজেশ্বর বর্মন জানান, বগুড়া থেকে নওগাঁগামী যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে। আহতদের মেডিকেল নেওয়ার পর বুদু মারা যায়।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড