কর্মক্ষেত্রে প্রতিদিনই নানা ধরনের মানুষের সঙ্গে চলতে হয়। অনেকের সঙ্গে ভালো সম্পর্কও গড়ে ওঠে। কিন্তু কার মনে কি রয়েছে তা তো বোঝা যায় না। অনেক সময় কাছের মানুষদের দ্বারাই ক্ষতির মুখোমুখি হতে হয়।
কে আপনার দিকে সত্যিকারের বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে, আর কে ক্ষতি করতে চাইছে তা কিছু আচরণ দেখেই বোঝা যায়। সেই আচরণগুলো কী কী তা জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন বুস্টেল।
১. খেয়াল করুন, কেউ আপনাকে অনুকরণ করছেন কি না। গোপনে হিংসুটে মানুষদের এটা প্রাথমিক লক্ষণ।
২. কেউ যদি আপনার কোনো সাফল্যকে ছোট করে দেখে, তাহলে বুঝবে সে আপনার সঙ্গে হিংসা করে।
৩. সব সময় আপনার ভুল ধরে, এমন লোক থেকে সাবধান হোন। এরা মনে মনে হিংসের বীজ বোপন করে চলেছেন।
৪. খেয়াল রাখবেন, আপনার পেছনে কেউ কোনো গুজব ছড়াচ্ছে কি না। যদি করে তা হলে গুজব কে ছড়াচ্ছে তা খুঁজে বের করুন। কারণ সেই মানুষটি হিংসার কারণে এমনটি করছে।
৫. কেউ কি আপনাকে বিনা কারণে উপদেশ দিচ্ছেন? এমন ক্ষেত্রে সেই মানুষটির গোপন হিংসাকারী হওয়ার সম্ভাবনা বেশি।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড