আন্তর্জাতিক ডেস্ক : কুয়েতে খোলা জায়গায় কর্মরত শ্রমিকদের সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। তীব্র দাবদাহের কারণে ১ জুন থেকে আগস্টের ৩১ তারিখ পর্যন্ত এ নিষেধাজ্ঞা চলবে। শ্রমিকদের স্বাস্থ্যঝুঁকির নিরাপত্তার কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের সময়োপযোগী এ পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন প্রবাসী বাংলাদেশিরা।
কুয়েতে বিভিন্ন সেক্টরে প্রায় তিন লাখ প্রবাসী বাংলাদেশি শ্রমিক কর্মরত আছেন। এদের মধ্যে মুষ্টিমেয় কিছু শ্রমিক নির্মাণ খাত ও কৃষি খামারে কাজ করেন। দেশটিতে তীব্র দাবদাহ শুরু হওয়ায় কিছুটা বিপাকে পড়েছেন খোলা জায়গায় কর্মরত প্রবাসী বাংলাদেশি শ্রমিকরা।
দেশটিতে শ্রমিকদের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে প্রতি বছরের মতো এবারও দিনের পাঁচ ঘণ্টা খোলা জায়গায় কাজ করার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যা আগস্ট মাস পর্যন্ত বহাল থাকবে। প্রতিটি কোম্পানির মালিকদের এই নির্দেশ কার্যকর করার নির্দেশ দিয়েছে দেশটির শ্রম বিভাগ। সরকারের এই সিদ্ধান্তে প্রবাসী বাংলাদেশিরা খুশি।
এ সিদ্ধান্তে তীব্র তাপমাত্রায় কাজ করা শ্রমিকরা স্বাস্থ্যঝুঁকি থেকে পরিত্রাণ পাবে বলে মনে করছেন প্রবাসীরা।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:) , মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন নির্বাহী সম্পাদক : মতিউর রহমান ( জনি), সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), মফস্বল সম্পাদক: এহতেশামুল হক (মাশুক)।
চৌধুরী মল (৫ম তলা), ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাটুলী, ঢাকা-১২০৩। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম