বিনোদন ডেস্ক : ক্যান্সারে আক্রান্ত হয়েছেন ভারতের প্রবীণ অভিনেতা ও নির্মাতা মহেশ মাঞ্জরেকর। তার ক্যান্সারে আক্রান্তের খবরটি ভারতীয় একাধিক গণমাধ্যম নিশ্চিত করেছে।
জানা যায়, মুম্বাইয়ের এইচ এন রেলিয়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ১০ দিন আগে ভর্তি করা হয় মহেশ মাঞ্জরেকরকে। সেখানে তার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। আপাতত সুস্থ আছেন তিনি। বাড়িও ফিরেছেন এবং চিকিৎসকের পরামর্শ মতো চলছেন।
১৯৯২ সালে মারাঠি ছবি ‘জীবন সখা’ দিয়ে অভিনয় জগতে ডেবিউ করেন মহেশ মাঞ্জরেকর। প্ল্যান, জিন্দা, মুসাফির, দশ কাহানিয়া সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। তার সুনিপুণ অভিনয় মন জয় করেছে দর্শকদের।
তবে শুধু অভিনেতা হিসেবে নয় পরিচালক হিসেবেও যথেষ্ট খ্যাতি অর্জন করেছেন তিনি। তার পরিচালিত উল্লেখযোগ্য ছবির তালিকায় রয়েছে নিদান, বাস্তব, বিরুদ্ধ, আই সহ আরো বেশ কিছু ছবি।
এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে মহেশ মাঞ্জরেকরের আগামী ছবি ‘অন্তিম: দ্যা ফাইনাল ট্রুথ’। যেখানে বলিউড ভাইজান সালমান খানের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে তাকে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:) , মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন নির্বাহী সম্পাদক : মতিউর রহমান ( জনি), সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), মফস্বল সম্পাদক: এহতেশামুল হক (মাশুক)।
চৌধুরী মল (৫ম তলা), ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাটুলী, ঢাকা-১২০৩। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম