বার্সেলোনা ডিফেন্ডার এরিক আবিদালের শরীরে ক্যান্সার ধরা পড়েছিল। হাসপাতালের বিছানায় শুয়েও ক্লাব, সতীর্থদের নিয়ে চিন্তা করতেন। তাদের উজ্জীবিত করতে ভিডিও তৈরি করে পাঠাতেন।
কিন্তু সেসব দেখতে চাননি বার্সেলোনারই আরেক খেলোয়াড় লিওনেল মেসি। তিনি আবিদালকে এসব ভিডিও পাঠাতেও নিষেধ করে দেন। কারণ হিসেবে মেসি বলেন, এসব দেখলে বার্সেলোনার খেলোয়াড়রা অনেক বেশি হতাশ হয়।
২০১১ সালে আবিদালের লিভারে ক্যান্সার ধরা পড়ে। সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে ফ্রান্সের পেশাদার এ ফুটবলার জীবন কঠিন সময়গুলো নিয়ে কথা বলেছেন।
ক্যান্সারের সঙ্গে লড়াই নিয়ে তিনি বলেন, 'এ যন্ত্রণা আমি সারা জীবন মনে রাখবো। একবার আগে আমি খুব রোগা হয়ে যাই। আমি একটি ভিডিও তৈরি করি এবং খেলোয়াড়দের উদ্ধুদ্ধ করতে তাদের পাঠিয়ে দিই। শুনবেন মেসি আমাকে কী বলেছিল? সে বলেছে আর এরকম কিছু পাঠিও না। এগুলো দেখলে আমরা কষ্ট পাই। কিন্তু আমি বিষয়টিকে সেভাবে দেখি না। তাদের উৎসাহিত করতেই এটা করেছিলাম। কিন্তু তারা নাকি এতে হতাশ হয়েছে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড