পাকিস্তান সফর সংক্ষিপ্ত করা নিয়ে যখন কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), তখন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে এসেছেন পাকিস্তানি ব্যাটসম্যান আহমেদ শেহজাদ। পাকিস্তানের মাটিতে কোনো টেস্ট সিরিজ নয়; শুধু টি-টোয়েন্টি সিরিজ খেলতে রাজী বাংলাদেশ। এ নিয়ে চলছে পাল্টাপাল্টি বক্তব্য প্রদান। তবে শাহজাদ বাংলাদেশে এসে বললেন, পাকিস্তানে যাওয়ার সুযোগ হাতছাড়া করা উচিত নয়।
সিলেটে অনুশীলন শেষে সাংবাদিকদের শাহজাদ বলেন, 'আমার মতে, পাকিস্তান নিরাপদ। আগেও নিরাপদ ছিল, এখনও আছে। আমাদের নিরাপত্তাকর্মীরা আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনার জন্য সবকিছুই করছে। ক্রিকেটারদের খুবই ভালো নিরাপত্তা ব্যবস্থা দিচ্ছেন তারা। সম্প্রতি শ্রীলঙ্কা দল সফর করে গেছে। যেটা খুবই সফল সফর ছিল। যারা পাকিস্তানে ক্রিকেট ফিরিয়ে আনতে পর্দার পেছন থেকে কাজ করে চলেছে, তাদেরকে এজন্য ধন্যবাদ জানাই।'
সর্বশেষ ২০১৬ সালে বিপিএলে খেলেছিলেন শাহজাদ। প্রথম বিপিএলে তিনি ছিলেন সর্বোচ্চ রান স্কোরার। বিপিএলে দ্রুততম সেঞ্চুরি (৪০ বলে) ও ফিফটির রেকর্ড (১৬ বলে) এখনও তার। তিনি পাকিস্তান সফরের বিষয়টা বিসিবির সিদ্ধান্তের ওপর ছাড়লেও অনুরোধটা জানিয়ে রেখেছেন, 'সিদ্ধান্ত অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের। তারা যা মনে করে, তাই করা উচিত। তবে আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করলে, পাকিস্তানে গিয়ে দারুণ সব উইকেটে খেলা, আন্তরিক আতিথেয়তা ও সেখানকার খাবার আমি উপভোগ করতাম। আমার মতে, ক্রিকেটের জন্য পাকিস্তান আদর্শ জায়গা।'
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:) , মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন নির্বাহী সম্পাদক : মতিউর রহমান ( জনি), সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), মফস্বল সম্পাদক: এহতেশামুল হক (মাশুক)।
চৌধুরী মল (৫ম তলা), ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাটুলী, ঢাকা-১২০৩। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম