জীবন নিউজ প্রতিনিধি : নেত্রকোনার খালিয়াজুরীতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে মো. তানভির (২৫) নামের এক ক্ষুদ্র ব্যবসায়ি নিহত হয়েছেন। শুক্রবার রাত ৮ টার দিকে খালিয়াজুরীর নূরপুরবোয়ালি গ্রামে এ ঘটনা ঘটে।
মো. তানভিরের বাবার নাম মো. আবুল বাশার। পরিবারে তার মা, বাবা, স্ত্রী ও দু’টি সন্তান রয়েছে।
নিহত তানভিরের স্বজন আব্দুল মোনায়েম জানান, সন্ধ্যায় তানভির বাড়ি থেকে বের হয়। পরে রাত ৮টার দিকে একই গ্রামের তার বন্ধু সিজিল ও রাহাত বাড়িতে এসে খবর দেয় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে সে গুরুতর আহত হয়ে সড়কে পড়ে আছে। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে মারা যায়।
বিষয়টি নিশ্চিত করে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, হত্যার কারণ জানা যায়নি। মরদেহের ময়না তদন্ত হচ্ছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা দেয়ার প্রস্তুতি চলছে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:) , মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন নির্বাহী সম্পাদক : মতিউর রহমান ( জনি), সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), মফস্বল সম্পাদক: এহতেশামুল হক (মাশুক)।
চৌধুরী মল (৫ম তলা), ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাটুলী, ঢাকা-১২০৩। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম