অনলাইন ডেস্ক: নির্বাচনের আগে গণভোট আয়োজন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দল। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরের দিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধি দল যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে গিয়ে স্মারকলিপিটি হস্তান্তর করে। প্রধান উপদেষ্টার পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন শিল্প ও গৃহায়ন এবং গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর পল্টন থেকে জামায়াতসহ আট দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে যাত্রা শুরু করেন। মৎস্য ভবন মোড়ে পৌঁছালে পুলিশি বাধার মুখে পড়ে পদযাত্রা। পরে প্রতিনিধি দল যমুনার উদ্দেশে রওনা দেয় এবং সেখানে স্মারকলিপি প্রদান করে। আদিলুর রহমান জানান, তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় স্মারকলিপিতে উত্থাপিত দাবিগুলো তুলে ধরবেন।
স্মারকলিপিতে পাঁচটি দাবি জানানো হয়। এর মধ্যে রয়েছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন, জাতীয় নির্বাচনে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চালু, সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা, পূর্ববর্তী সরকারের দুর্নীতি ও সহিংসতার বিচার করা এবং স্বৈরাচার ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করা।
দাবি বাস্তবায়নের লক্ষ্যে জামায়াতের নেতৃত্বে ইসলামি আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি একজোট হয়েছে।
স্মারকলিপি জমা শেষে রাজধানীর মৎস্য ভবন মোড়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, “আমরা প্রধান উপদেষ্টার কাছেই স্মারকলিপি দিতে চেয়েছিলাম, পরে তাঁর নির্দেশে শিল্প উপদেষ্টা এটি গ্রহণ করেন। তিনি আমাদের দাবির সঙ্গে দ্বিমত করেননি এবং বলেছেন যে এই বিষয়গুলো নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করবেন।”
তিনি আরও বলেন, “রাজনৈতিক দলগুলোর পারস্পরিক আলোচনার গুরুত্ব শিল্প উপদেষ্টা আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন। তবে আমরা চাই, গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের আদেশ দ্রুত জারি করা হোক। ১১ নভেম্বর ঢাকায় লক্ষ লক্ষ মানুষ নিয়ে আমরা মহাসমাবেশ করব। এর আগে যদি আমাদের দাবিগুলোর বিষয়ে ইতিবাচক সাড়া না আসে, তবে ঢাকার অবস্থা ভিন্ন হবে।”
এর আগে সকাল থেকে রাজধানীর পল্টন, কাকরাইল ও শাপলা চত্বর এলাকায় বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে জড়ো হন আট দলের নেতাকর্মীরা। পল্টন মোড়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “প্রয়োজনে জীবন দেব, কিন্তু জুলাইয়ের চেতনা ভূলুণ্ঠিত হতে দেব না। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করব, ঘি আমাদের লাগবেই।”
সমাবেশে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সহযোগী দলের শীর্ষ নেতারাও। কর্মসূচি শেষে প্রতিনিধি দল স্মারকলিপি প্রদানের উদ্দেশে যমুনার দিকে রওনা হয়।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড