স্টাফ রিপোর্ট :গাজীপুরের টঙ্গীর মিল গেইট এলাকায় ঝুট গুদাম ও কাঁচা মালের দোকানে ঘটা অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভোর রাত সাড়ে ৪টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৭ ইউনিটের চেষ্টায় সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৪টার দিকে প্রথমে একটি কাঁচা বাজারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে, বিভিন্ন দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিভানোর জন্য আশপাশের কয়েকটি কলকারখানায় পানির সহযোগিতা চেয়েছেন। পরবর্তীতে ফায়ার সার্ভিসকে ফোন দেয়।
ঝুট ব্যবসায়ী সজল জানায়, গত কয়েকদিন আগে আমি কিস্তিতে টাকা উঠিয়ে মালামাল উঠিয়েছিলাম দোকানে। আজকে আমার সব শেষ হয়ে গেছে। এখন আমি পথে বসে পড়েছি। কোথায় যাবো আর কি করবো কিছুই বুঝতে পারছিনা।
ফায়ার সার্ভিসের ঢাকা জোন-৩ এর উপ সহকারী পরিচালক মো. আব্দুল মন্নান জানান, শুক্রবার ভোর রাত সাড়ে পাঁচটার দিকে টঙ্গীর মিল গেইট এলাকায় আগুনের খবর পায় টঙ্গী ফায়ার সার্ভিস। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। আগুনে পরিমাণ বাড়তে থাকায় উত্তরা ফায়ার সার্ভিসের আরও চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। সবশেষ ফায়ার সার্ভিসের টঙ্গীর ৪টি ও রাজধানীর উত্তরার ৩টি মোট ৭ ইউনিটের চেষ্টায় সকাল ৭টা পাঁচ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি আরও জানান, আগুন লাগার খবরে প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে কাজে যোগ দেয়। পরবর্তীতে পানির কোন সোর্স না থাকায় অতিরিক্ত সাহায্য চেয়ে উত্তরা ফায়ার সার্ভিসের আমাদের সাথে যৌথভাবে কাজ করে। ঘটনাস্থলে কিছু ঝুট গুদাম ছিল, রংয়ের গুদাম ছিল, কাঁচামাল ও মুদির মালসহ বিভিন্ন ধরনের ৩৬টি দোকান ছিল। সেখানে আগুন লাগে। এঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি, ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে জানানো হবে বলে তিনি জানান।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড