
গাজীপুরের শ্রীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। বুধবার উপজেলার গোসিংগা ইউনিয়নের কর্ণপুর ও শ্রীপুর পৌরসভার মাওনায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-গোসিংগা ইউনিয়নের গুচ্ছগ্রামের মৃত রমিজ উদ্দিনের স্ত্রী হাজেরা খাতুন এবং বরিশাল সদর উপজেলার চানপাড়া গ্রামের মাহবুব হোসেনের ছেলে রাজিব সিকদার মোহন।
শ্রীপুর থানার এসআই কায়সার আহমেদ জানান, শ্রীপুর গোসিংগা সড়কের কর্ণপুর বড়দিঘি এলাকায় সড়ক পারাপারের সময় একটি অটোরিকশা চাপা দিলে ঘটনাস্থলেই হাজেরা খাতুন মারা যান।
কোনো অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে মাওনা হাইওয়ে থানার এসআই হমায়ুন কবির জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা উড়ালসেতুর প্রবেশমুখে মহাসড়ক পার হওয়ার সময় রাজিব পরিবহনের একটি বাস রাজিব শিকদার মোহনকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে মাওনা চৌরাস্তার আলহেরা হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
নিহতের লাশ মাওনা হাইওয়ে থানায় রেখে স্বজনদের সংবাদ দেয়া হয়েছে। গাড়ি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড