
অনলাইন ডেস্ক: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় পুলিশের ভাষ্য, বাদশা নামে এক যুবকের ওপর হামলার দৃশ্য মোবাইলে ধারণ করায় তুহিনকে হত্যা করা হয়। পুলিশের মতে, এটি চাঁদাবাজির ঘটনা নয়, বরং ছিনতাইকারী চক্রের হামলার ভিডিও ধারণ করায় হত্যাকাণ্ড ঘটে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক নারী ও বাদশা মিয়ার মধ্যে বাকবিতণ্ডার পর কয়েকজন অস্ত্রধারী বাদশাকে আঘাত করে। তুহিন সেই দৃশ্য ধারণ করলে হামলাকারীরা ভিডিও মুছে ফেলতে চাপ দেয়। তুহিন রাজি না হওয়ায় তাকে চায়ের দোকানে ঢুকে কুপিয়ে হত্যা করা হয়।
পুলিশ জানায়, ফুটেজে থাকা নারীও ছিনতাইকারী দলের সদস্য হতে পারেন। এই চক্র চান্দনা চৌরাস্তা এলাকায় ফাঁদ পেতে ছিনতাই করে থাকে। হামলাকারীদের ধরতে অভিযান চলছে।
সহকর্মী শামীম হোসেন জানান, তুহিন ঘটনাটি ফিল্ম করতে গেলে হামলাকারীরা তাকে লক্ষ্য করে। পরে চায়ের দোকানে ঢুকে নির্মমভাবে হত্যা করা হয়।
নিহতের পরিবার ও সহকর্মীরা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড