অনলাইন ডেস্ক: জেলায় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ১২ জন মেধাবী শিক্ষার্থী জাপানের ‘নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশন’ (এনইএফ) প্রদত্ত আন্তর্জাতিক বৃত্তি লাভ করেছেন।
বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ৯ জন ছাত্রী ও ৩ জন ছাত্র রয়েছেন। তারা প্রত্যেকে পরিবেশ ও প্রাকৃতিক বিজ্ঞান অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। পরিবেশ সংরক্ষণে দায়িত্ববোধ, গবেষণার মনোভাব এবং শিক্ষাগত উৎকর্ষতার ভিত্তিতে এই বৃত্তি প্রদান করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপাচার্য অধ্যাপক ড. জি কে এম মুস্তাফিজুর রহমান শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।
এনইএফ বাংলাদেশ কমিটির সমন্বয়ক ও গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. আমজাদ হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মইনুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম আফরাদ।
অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন জানান, আগামী তিনবছরে বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী বাৎসরিক ৩৮ হাজার টাকা করে বৃত্তি পাবেন। এর আগে গত অক্টোবর মাসে বিশ্ববিদ্যালয়ের আরও ২০ জন শিক্ষার্থী একই বৃত্তি পেয়েছিলেন বলে তিনি উল্লেখ করেন।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড