অনলাইন ডেস্ক: গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের মতে, নির্বাচনী সফলতার ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর তুলনায় রাজনৈতিক দলগুলোর ভূমিকা আরও গুরুত্বপূর্ণ। তাই আচরণবিধি মেনে চলা থেকে শুরু করে ভোটারদের ভোটকেন্দ্রে আনা পর্যন্ত পুরো প্রক্রিয়ায় দলগুলোর আন্তরিক সহযোগিতা কামনা করেছে কমিশন। বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দিনব্যাপী সংলাপে এসব বিষয় উঠে আসে।
সকালে প্রথম পর্বে সাতটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শুরু হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি, ইনসানিয়াত বিপ্লব, গণসংহতি আন্দোলন, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এবং বাংলাদেশ লেবার পার্টির প্রতিনিধি দল এতে অংশ নেয়। সংলাপের শুরুতেই নির্বাচন কমিশনের অবস্থান তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচন কমিশন একা নয়, রাজনৈতিক দলগুলোও জনগণের কাছে ওয়াদাবদ্ধ।
সংলাপে সিইসি জানান, নির্বাচনী আচরণবিধি প্রতিপালনই সুষ্ঠু ভোটের প্রধান শর্ত। আচরণবিধি তৈরির সময় নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের বিভিন্ন সুপারিশ এবং রাজনৈতিক দল ও নাগরিকদের লিখিত মতামত বিবেচনায় চূড়ান্ত করা হয়েছে। তবে তাঁর মতে, আচরণবিধি প্রস্তুত করার চেয়ে এটি যথাযথভাবে মানাই বেশি গুরুত্বপূর্ণ। তিনি বলেন, নির্বাচনী ভরসা পুনর্গঠনে রাজনৈতিক দলের প্রতিশ্রুতিই সবচেয়ে জরুরি।
সিইসি নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়ানোর বিষয়ে দলগুলোর সহযোগিতা চান। তাঁর ভাষায়, আইনশৃঙ্খলা বাহিনীর চেয়েও ভোটে বড় ভূমিকা রাজনৈতিক দলগুলোর। দলগুলো আন্তরিক হলে কমিশনকে বাড়তি চাপ নিতে হয় না। তিনি আশা প্রকাশ করেন যে দলগুলো তাদের কর্মীদের মাধ্যমে জনগণকে ভোট দিতে উৎসাহিত করবে। সিইসি বলেন, গত কয়েকটি নির্বাচনে ভোটারদের মধ্যে ভোটবিমুখতা তৈরি হয়েছিল, জনগণের মধ্যে এমন ভাবনাও ছিল যে ভোট আগেই হয়ে যায়। এ পরিস্থিতি কাটাতে রাজনৈতিক দলের সক্রিয় ভূমিকা অত্যন্ত প্রয়োজন।
প্রধান নির্বাচন কমিশনার জানান, শপথ নেওয়ার পর থেকেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ চললেও নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের কাজের কারণে পূর্ণাঙ্গ আলোচনা শুরু করতে দেরি হয়েছিল। তিনি বলেন, ইআরএসসির সুপারিশ শেষ হওয়ার পরই কমিশন নতুন করে সংলাপ শুরু করেছে এবং সামনের নির্বাচনকে কেন্দ্র করে সব পক্ষকে সঙ্গে নিয়ে কাজ করাই এখন প্রধান লক্ষ্য।
এদিকে সংলাপে অংশ নিয়ে বিভিন্ন দল সুষ্ঠু নির্বাচনের পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরে। কমিশন জানায়, সবার সহযোগিতা থাকলে একটি শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও সবার কাছে স্বীকৃত নির্বাচন আয়োজন করা সম্ভব।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড