জীবন নিউজ প্রতিনিধি : বলিউডের স্টাইল আইকন সোনম কাপুর। পোশাকের বিষয়ে তার সচেতনতায় মুগ্ধ সবাই। এমনকি বলিউডের অনেক নামজাদা সুন্দরীও স্টাইল নিয়ে পরামর্শ নিতে আসেন সোনমের কাছে। সেই স্টাইল আইকনের পোশাক সচেতনতা নিয়ে যখন প্রশ্ন উঠে তখন বিষয় সোনমের জন্য হতবম্ভ হওয়া মতো অবস্থা।
সম্প্রতি ‘মলং’-এর স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির হয়েছিলেন সোনম। বাবা অনিল কাপুরের সঙ্গে যখন স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির হন সোনম কাপুর তখন বলিউডের এই স্টাইল আইকনকে দেখে বারবার ঝলসে উঠতে শুরু করে ক্যামেরা। স্পেশাল স্ক্রিনিংয়ের আগে বাবার সঙ্গে দাঁড়িয়ে পোজ দিতেও দেখা যায় সোনমকে।
কালো রঙের গাউন পরে ‘মলং’-এর স্পেশাল স্ক্রিনিংয়ে বাবার সঙ্গে হাজির হন সোনম। সোনমের ওই পোশাক দেখেই জোর সমালোচনা শুরু হয়ে যায় নেটিজেনদের একাংশের মধ্যে। বাবার সামনে কীভাবে সোনম ওই ধরনের পোশাক পরলেন! তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন অনেকে।
কেউ কেউ আবার সোনমকে লাজ-লজ্জাহীন বলেও কটাক্ষ করতে শুরু করেন। পাশাপাশি এই ধরনের পোশাক পরে বাবার পাশে দাঁড়াতে সোনমের এতটুকুও লজ্জা করল না বলেও কটাক্ষ করতে শুরু করেন অনেকে। যদিও শত সমালোচনার মাঝে দাঁড়িয়েও এ বিষয়ে পাল্টা কোনো মন্তব্য করেননি সোনম কাপুর। পরবর্তীতে তার কাছে মন্তব্য জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘ঘটনাটি নিয়ে আমি নির্বাক। এ নিয়ে বেশি কিছু বলতে চাই না, বললেও সেটি অন্যদিকে চলে যাবে আবার।’
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:) , মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন নির্বাহী সম্পাদক : মতিউর রহমান ( জনি), সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), মফস্বল সম্পাদক: এহতেশামুল হক (মাশুক)।
চৌধুরী মল (৫ম তলা), ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাটুলী, ঢাকা-১২০৩। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম