চাঁদপুরের মতলব উত্তরে অপহরণের পাঁচদিন পর পাঁচ বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার সাদুল্যাপুর এলাকার একটি সেতুর নিচ থেকে লাশ উদ্ধার করা হয়।
শিশুটির নাম তানজিলা আক্তার। মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হক এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে।
তানজিলা উপজেলার সটাকি গ্রামের দিনমজুর হারুনের মেয়ে। গত ১ জুন শুক্রবার বাড়ি থেকে সে নিখোঁজ হয়।
মতলব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)জানান, তানজিলার খোঁজ না পেয়ে তার বাবা-মা গ্রামে খুঁজতে বের হলে জানতে পারেন, চাচাতো ভাই নূরুল আমিনের ছেলে আমান উল্লাহর সঙ্গে তাকে মোটরসাইকেলে দেখা গেছে। এ তথ্যের ভিত্তিতে পুলিশ নুরুলকে আটক করলে তিনি তানজিলাকে অপহরণের কথা স্বীকার করেন। পরে নূরুল আমিনকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এ ঘটনায় মেয়েটির বাবা থানায় একটি অপহরণ মামলা করেছেন বলে জানান ওসি। ওসি আরও জানান, অভিযুক্ত আমান উল্লাহকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে অপহরণ ও হত্যার রহস্য উৎঘাটিত হবে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:) , মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান ( জনি), সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), মফস্বল সম্পাদক: এহতেশামুল হক (মাশুক)।
চৌধুরী মল (৫ম তলা), ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাটুলী, ঢাকা-১২০৩। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম