এম. এস. আই শরীফ : ঐক্যেই শক্তি, একতাই উন্নতি এই মূলমন্ত্র নিয়ে চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। জেলার বিশ্বরোড মোড়স্থ চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের হল রুমে (৩০ আগস্ট ২০২৫) শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে এসোসিয়েশনের চেয়ারম্যান মোহাম্মদ রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি মোঃ লতিফুর রহমান। এসোসিয়েশনের মহাসচিব মোঃ শাহীন আকতারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিক এসোসিয়েশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান মোঃ আক্তারুজ্জামান, এসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান ও দৈনিক সকালের সময় জেলা প্রতিনিধি মোঃ জমসেদ আলী, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার জেলা প্রতিনিধি বদিউজ্জামান রাজাবাবুসহ চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের সদস্যগণ উপস্থিত ছিলেন।
সাংবাদিক এসোসিয়েশনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি লতিফুর রহমান সাংবাদিক এসোসিয়েশনের প্রশংসা করে বলেন, সাংবাদিকরা জাতির দর্পণ। সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে জাতি নতুন স্বাধীনতা পেয়েছে। আমরা চাই সাংবাদিকরা স্বাধীনভাবে তাদের কাজ করবেন সাদাকে সাদা এবং কালোকে কাল বলে জাতীর সামনে তুলে ধরবেন। তিনি বলেন, ১৯৭১'র স্বাধীনতার যেমন মূল্য আছে, তেমনি জুলাই ২০২৪'র স্বাধীনতার নূতন ধারণার জন্ম দিয়েছে।
এসোসিয়েশনের চেয়ারম্যান মোহাম্মদ রবিউল ইসলাম বলেন ঐক্যেই শক্তি একতাই উন্নতি ধারণাকে ভিত্তি করে তিনি জেলার সকল সাংবাদিকের ঐক্যের ডাক দেন। ২০২০ সালে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়ে ৫ বছরের মধ্যে সংগঠনটি অনেক শক্তিশালী হয়েছে এবং আগামী দিনে সংগঠনটি চাঁপাইনবাবগঞ্জ জেলাসহ সারাদেশে ঐক্যের প্রতীক হিসেবে আত্মপ্রকাশ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এসোসিয়েশনের চেয়ারম্যান রবিউল ইসলাম আরও বলেন, আমাদের দেশে সাংবাদিকতা ভয়াবহ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে! বিভিন্ন পরিচয়ে রাজনৈতিক সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজী, গূম-খুন হচ্ছে, সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশ করলে সাংবাদিক নির্যাতন, হামলা ও হত্যার ঘটনা ঘটে চলেছে; গণতন্ত্রে উত্তরণের পথ বাধাগ্রস্ত হচ্ছে! এ জন্য সাংবাদিকদের দৃঢ় ঐক্য গড়ে তোলাও জরুরী বলে তিনি অভিমত ব্যক্ত করেন। এ ক্ষেত্রে তিনি রাজনীতিকদের সহযোগিতাও কামনা করেন।
অনুষ্ঠানের শেষ অংশে কেক কাটা ও মধ্যাহ্ন ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠান শুরুর আগে এক বর্ণাঢ্য র্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড