স্টাফ রিপোর্ট :চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। জেলায় ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটি এখন পর্যন্ত চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা।
শুক্রবার (২৮ মার্চ) দুপুর ৩টায় জেলা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগার এই তাপমাত্রা রেকর্ড করে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১৮ শতাংশ।
সরজমিনে দেখা যায়, শুক্রবার সকাল থেকেই রোদের তীব্রতায় প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে। অসহনীয় তাপ প্রবাহের মধ্যে খুব প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। যারা বের হয়েছেন তারাও অল্পতেই অতিষ্ঠ হয়ে পড়ছেন।
জেলা আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, জেলায় আগামী কিছুদিনে আরও তাপমাত্রা বাড়তে পারে।
প্রসঙ্গত, গত বছরের ২৯ এপ্রিল চুয়াডাঙ্গায় রেকর্ড ৪৩ ডিগ্রিতে তাপমাত্রা রেকর্ড হয়। যা গত তিন দশকের মধ্যে সর্বোচ্চ ছিল।
আবহাওয়া অফিদফতরের তথ্য, ১৯৯৫ সালের পহেলা মে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে, ১৯৮৯ সালের পহেলা মে তাপমাত্রা ছিল ৪৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:) , মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন নির্বাহী সম্পাদক : মতিউর রহমান ( জনি), সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), মফস্বল সম্পাদক: এহতেশামুল হক (মাশুক)।
চৌধুরী মল (৫ম তলা), ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাটুলী, ঢাকা-১২০৩। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম