কুমিল্লার চৌদ্দগ্রামে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। আটককৃতরা হচ্ছে-পৌর এলাকার নাটাপাড়া গ্রামের মিরু মিয়ার পুত্র মমিন মিয়া (২৭) ও মৃত মফিজ মিয়ার পুত্র শুক্কুল মিয়া (২৮)।
জানা গেছে, থানার এসআই আবদুস সালাম, এএসআই জাকির, এএসআই শাহজাহান, এএসআই বটনের নেতৃত্বে পুলিশের একটি টিম শুক্রবার রাতে চৌদ্দগ্রাম পৌরসভাধীন নোয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ মমিন ও শুক্কুল মিয়াকে আটক করে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড