শিক্ষক ও ছাত্রের সম্পর্ককে অন্যতম পবিত্র সম্পর্ক বলা হয়। কিন্তু সাম্প্রতিককালে একের পর এক এমন ঘটনা প্রকাশ্যে আসছে, যেখানে গুরু-শিষ্যের মধ্যে সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য। ভারতের মধ্যপ্রদেশের দামোহ জেলার মাদিয়াদোর একটি সরকারি স্কুলে এক শিক্ষক তার ছাত্রকে দিয়ে পিঠ ম্যাসাজ করিয়ে নিয়েছেন। সেই ভিডিও এবার ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, অভিযুক্ত শিক্ষক ক্লাসের মধ্যেই শুয়ে রয়েছেন উপুড় হয়ে। তার পিঠের উপর উঠে দাঁড়িয়ে ব্যাক ম্যাসাজ করছে শিক্ষার্থী। ম্যাসাজ পেতে পেতে শিক্ষকের চোখ প্রায় বুজে এসেছে। ক্লাসেই উপস্থিত অন্য কোনো ছাত্র সম্ভবত ভিডিওটি তুলেছে। কিন্তু এই ভিডিও এখন ইন্টারনেটের দৌলতে ভাইরাল হয়ে গেছে।
অভিযোগ পেয়ে মধ্যপ্রদেশের স্কুল শিক্ষামন্ত্রী দীপক জোশী জানিয়েছেন, এই ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে বলা হয়েছে জেলা স্কুল পরিদর্শককে। পূর্ণাঙ্গ রিপোর্ট পেলে অভিযুক্ত শিক্ষককে সাসপেন্ড করা হতে পারে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:) , মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান ( জনি), সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), মফস্বল সম্পাদক: এহতেশামুল হক (মাশুক)।
চৌধুরী মল (৫ম তলা), ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাটুলী, ঢাকা-১২০৩। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম