স্টাফ রিপোর্টার : গত ১৪-০৯-২০১৮ইং তারিখে পত্রিকা অফিসের জরুরী কাজ শেষে ভোর সাড়ে ৪টার দিকে ধোলাইপার মসজিদে ফজরের নামাজ শেষে বাসায় যাওয়ার পথে ধোলাইপার কবরস্থানপাড় ৪৪৮ নূরজাহান ভিলা, দনিয়া’র সামনে পৌঁছলে হঠাৎ হোন্ডাযোগে দুই ছিনতাইকারী রিক্সা থামিয়ে বুকে চাপাতি ধরে হত্যার হুমকি দিয়ে যা আছে দিয়ে দিতে বলে। পরে ঐ ছিনতাইকারীরা পকেটে হাত দিয়ে পকেটে থাকা নগদ ২০,৫০০/- (বিশ হাজার পাঁচশত) টাকা এবং একটি ঐটঅডঊওণ-৩ মডেলের একটি মোবাইল সেট (যার আনুমানিক মূল্য= ৬,৪৯০/-) যার মধ্যে দুটি নিবন্ধিত সিম ছিল যার নম্বর ০১৯৩৯৩০০৬২১ এবং ০১৬২৯১৩৩৯৮২। বিষয়টি পড়ে ৪.৫০মিনিটে অর্থাৎ ঘটনার ৫মিনিট পড়ে যাত্রাবাড়ী থানার ওসি’কে জানালে ওসি দ্রæতগতিতে এএসআই রবিউলকে ঘটনাস্থলে পাঠান। ততক্ষণে ছিনতাইকারীরা পালিয়ে যায়। এএসআই রবিউল ইসলাম নূরজাহান ভিলার সিসি ক্যামেরায় ধারণকৃত ছিনতাই ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে যাত্রাবাড়ী থানায় ৩৯২ পিনালকোর্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে যার নং-৬৮, তারিখ: ১৫-০৯-২০১৮ইং। এ বিষয়ে যাত্রাবাড়ী থানার ওসি কাজ ওয়াজেদ আলী জানান, ছিনতাইকারীদের দ্রæত গ্রেফতার করে ছিনতাইকৃত মালামাল উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অতি দ্রæতই এ মামলার অজ্ঞাতনামা আসামীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। এদিকে এ বিষয়ে ক্ষোভ জানিয়েছেন বাংলাদেশ হিউম্যান রাইটস্ এন্ড প্রেস সোসাইটির যুগ্ম মহাসচিব মিলন মল্লিক। এক বিবৃতিতে মিলন মল্লিক বলেন, ছিনতাইকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য। এ বিষয়ে আরো ক্ষোভ জানিয়েছেন দৈনিক রূপবানী পত্রিকার সম্পাদক ও প্রকাশক ফারুক আহম্মেদ, প্রতিদিন খবর পত্রিকার সম্পাদক সরকার জামাল, দৈনিক হক ইনসাফের প্রধান সম্পাদক এটিএম মমতাজুল করিমসহ অনেকে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড