চাঁপাইনবাবগঞ্জের চৌডালায় জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের হাতে আব্দুর রশিদ (৬৫) নামে এক বড় ভাই খুন হয়েছেন। আজ সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
আব্দুর রশিদ গোমস্তাপুর উপজেলার চৌডালা গ্রামের মৃত হুমেদ আলীর ছেলে। এঘটনায় ঘাতক ছোট ভাই দুরুল হোদাকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, জমিজমা নিয়ে বড় ভাই আব্দুর রশিদের সাথে ছোট ভাই দুরুল হোদার বিরোধ ছিল। এই বিরোধের জের ধরে দুই ভাইয়ের কথা কাটাকাটির একপর্যায়ে ছোটভাই দুরুল তার বড় ভাই আব্দুর রশিদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এসময় আব্দুর রশিদ ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে গোমস্তাপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদও হাসপাতালে প্রেরণ করে এবং ঘাতক দুরুল হোদাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:) , মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান ( জনি), সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), মফস্বল সম্পাদক: এহতেশামুল হক (মাশুক)।
চৌধুরী মল (৫ম তলা), ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাটুলী, ঢাকা-১২০৩। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম