ভক্তের ক্যামেরায় ধরা পড়ল জাস্টিন বিবার এবং তার বর্তমান গার্লফ্রেন্ড গায়ক লিওনেল রিচির মেয়ে সোফিয়া রিচির এক অন্তরঙ্গ মূহুর্ত। পাবলিক প্লেসেই যৌনতায় লিপ্ত হতে দেখা গেল দু জনকে।
ছবিতে দেখা গিয়েছে, মেক্সিকোর ক্যাবো সান লুকাসের সমুদ্র সৈকতের ধারে প্রেমিকার সঙ্গে উদ্দাম ঘনিষ্ঠ অবস্থায় রয়েছেন জাস্টিন।
সেফিয়ার ১৮তম জন্মদিন সেলিব্রেট করতেই গত রবিবার মেক্সিকো গিয়েছিলেন জাস্টিন। সেলেনা গোমেজের সঙ্গে ব্রেকআপের পর, বর্তমানে তিনি ডেট করছেন সোফি রিচি নামে এক অষ্টাদশীর সঙ্গে। বেশ কিছুদিন ধরেই জাস্টিন তাঁর বান্ধবীর সঙ্গে তাঁর সোশ্যাল নেটওয়ার্কে অনেক ছবিও আপলোড করছিলেন। তবে সেলেনা গোমেজের সঙ্গে ব্রেক আপ হওয়ার পর তাঁর ফলোয়ারদের সমালোচনার মুখে পড়েন পপ স্টার। অনেকে তার নতুন বান্ধবীকে নিয়েও অরুচিকর মন্তব্য করতে থাকে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:) , মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন নির্বাহী সম্পাদক : মতিউর রহমান ( জনি), সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), মফস্বল সম্পাদক: এহতেশামুল হক (মাশুক)।
চৌধুরী মল (৫ম তলা), ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাটুলী, ঢাকা-১২০৩। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম