মাছ ধরার জন্য জাল ফেলেছিলেন জেলেরা। জালটি ভারি মনে হলে জেলেরা ভেবেছিল বড় কোনো মাছ হয়তো ধরা পড়েছে। কিন্তু জাল জলাশয়ের কিনারায় আসামাত্র জেলেরা হতভম্ব হয়ে পড়েন। তারা দেখেন জালে বড় মাছ নয়, এক যুবকের নিথর মরদেহ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে জেলা শহরের পৌর বাস টার্মিনালের উত্তর পাশে ডোবায় মাছ ধরতে নামেন জেলেরা। এ সময় জালের সঙ্গে মরদেহটি ভেসে আসে।
খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত যুবকের পরনে একটি ফুলশার্ট ও প্যান্ট রয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। পাঁচ থেকে ছয়দিন আগে হত্যা করে মরদেহটি ফেলে রাখা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
সদর থানারে উপপরিদর্শক ওমর ফারুক জানান, ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। ময়নাতদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড