অনলাইন ডেস্ক: ইমেইল লেখা অনেকের কাছেই সময়সাপেক্ষ ও ঝামেলার কাজ। সেই অভিজ্ঞতাকে আরও সহজ ও দ্রুত করতে জিমেইলে যুক্ত হয়েছে গুগলের নতুন এআই-ভিত্তিক ফিচার ‘হেল্প মি রাইট’। জেনারেটিভ এআই প্রযুক্তিতে তৈরি এই টুলের মাধ্যমে খুব সাধারণ একটি নির্দেশনা দিলেই মুহূর্তে পুরো ইমেইলের খসড়া তৈরি করা সম্ভব।
শুধু নতুন ইমেইল লেখাই নয়, আগে থেকে লেখা কোনো খসড়াকে আরও গুছানো, সংক্ষিপ্ত বা পেশাদার করতেও সহায়তা করে এই ফিচার। ব্যবসায়িক প্রস্তাব, ক্লায়েন্টের সঙ্গে মিটিংয়ের অনুরোধ, দ্রুত ফলো-আপ কিংবা একেবারে সাধারণ একটি নোট— সব ধরনের ইমেইলের ভাষা তৈরিতে এটি কার্যকর ভূমিকা রাখে।
গুগলের ভাষ্য অনুযায়ী, ‘হেল্প মি রাইট’ ব্যবহারকারীর নিজস্ব লেখার ধরন বদলে দেয় না। বরং এটি একটি শক্ত ভিত্তি তৈরি করে দেয়, যাতে ব্যবহারকারী মূল বক্তব্যের ওপর বেশি মনোযোগ দিতে পারেন এবং কীভাবে লিখবেন— তা নিয়ে কম ভাবতে হয়।
জিমেইলের ‘হেল্প মি রাইট’ কী?
‘হেল্প মি রাইট’ একটি এআই-চালিত ফিচার, যা গুগল প্রথম উন্মোচন করে গুগল আই/ও ২০২৩ ইভেন্টে। বর্তমানে এটি জিমেইলের ওয়েব সংস্করণ, অ্যান্ড্রয়েড এবং আইওএস প্ল্যাটফর্মে ব্যবহার করা যাচ্ছে।
এই ফিচারটি গুগলের জেমিনি প্রযুক্তির মাধ্যমে কাজ করে। ব্যবহারকারীর দেওয়া নির্দেশনা বা প্রম্পট অনুযায়ী এটি ইমেইলের পূর্ণাঙ্গ খসড়া তৈরি করতে পারে। পাশাপাশি বিদ্যমান ইমেইলের ভাষা, দৈর্ঘ্য ও স্পষ্টতা উন্নত করতেও সক্ষম।
‘হেল্প মি রাইট’ ফিচার যেভাবে ব্যবহার করবেন
১. ফিচারটি চালু করা
২. নতুন ইমেইল লেখার ক্ষেত্রে
“একজন ক্লায়েন্টের সঙ্গে মিটিংয়ের অনুরোধ জানিয়ে একটি পেশাদার ইমেইল লেখো।”
৩. আগে থেকে লেখা ইমেইল উন্নত করতে
এ সময় যেসব অপশন ব্যবহার করা যাবে—
৪. চূড়ান্ত সম্পাদনা
সব মিলিয়ে, জিমেইলের ‘হেল্প মি রাইট’ ফিচার ইমেইল লেখাকে আরও স্মার্ট, দ্রুত ও ব্যবহারবান্ধব করে তুলেছে। অফিসিয়াল যোগাযোগ থেকে শুরু করে দৈনন্দিন ব্যক্তিগত বার্তা— সব ক্ষেত্রেই এটি সময় সাশ্রয় এবং সঠিক ভাষা খুঁজে পেতে একটি কার্যকর সহায়ক টুল হিসেবে কাজ করছে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড