জীবন নিউজ, ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসী বলেন, জীবনে সবচেয়ে সুখের মুহূর্ত ছিল বিয়ের দিন। নওয়াজ শরীফের পদত্যাগের পর দলের পক্ষ থেকে দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর নিজের ব্যক্তি জীবন নিয়ে তিনি এমন মন্তব্য করেন।
খাকান আব্বাসী বলেন, এখন সময় হয়েছে ঘরে ফেরার। আমরা ২০১৮ সালের মধ্যে স্থিতিশীল ও সমৃদ্ধ পাকিস্তান দিয়ে যাবো। নওয়াজ শরীফের পদত্যাগে রাষ্ট্রীয় ব্যবস্থার ওপর প্রভাব পড়ে। অগণতান্ত্রিক সিদ্ধান্তের প্রভাবও চোখে পড়া শুরু হয়েছে। সরকারের সাফল্যের জবাব জনগণ নির্বাচনের মাধ্যমে দিবে। গণতন্ত্রে প্রতিটি ব্যক্তির রায় দেওয়ার অধিকার রয়েছে।
তিনি বলেন, পাকিস্তানে গত চার বছরে যে উন্নতি হয়েছে গত ১৫ বছরেও তা হয়নি।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড