অনলাইন ডেস্ক: চব্বিশের জুলাই আন্দোলন দমাতে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। অভিযোগ আমলে নিলে এই মামলায় বিচারিক প্রক্রিয়ার পরবর্তী ধাপ শুরু হবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর রেজিস্ট্রারের কাছে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে অভিযোগপত্র জমা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, “জুলাই আন্দোলন দমনে হত্যা, উসকানি ও নির্দেশ দেওয়ার অভিযোগে সাতজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।”
অভিযোগপত্রে ওবায়দুল কাদের ছাড়াও নাম রয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানের।
প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, জুলাই আন্দোলন দমনের সময় এসব নেতার উসকানি ও নির্দেশনায় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর দমন নিপীড়ন চালায়। এতে একাধিক হত্যাকাণ্ডসহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠে আসে।
এর আগে প্রসিকিউশন জানিয়েছিল, এই সাতজনের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম শেষ হয়েছে। গত ৮ ডিসেম্বর সেই তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হয়। তদন্ত শেষ হওয়ার পরই অভিযোগপত্র দাখিলের পথ খুলে যায়।
এখন ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিলে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে। এরপর সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে শুরু হবে বিচারকাজ। মামলাটিকে চব্বিশের জুলাই আন্দোলন সংক্রান্ত অন্যতম গুরুত্বপূর্ণ বিচারিক উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড