অনলাইন ডেস্ক: আপাতত জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধান বিচারপতি নিয়োগ দেয়ার বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। তবে জনরায়ের ভিত্তিতে পরবর্তীতে প্রথম দুইজনের মধ্যে একজনকে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে।
রোববার (১৩ জুলাই) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ১২তম দিনে বৈঠক করে দলগুলো।
বৈঠকে প্রধান বিচারপতি নিয়োগ দেওয়ার বিষয়ে একমত হয়েছে দলগুলো। এছাড়া, জরুরি অবস্থা ঘোষণার বিষয়েও দলগুলো সম্মত হয়েছে কমিশনের বৈঠকে।
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ জানান, জরুরি অবস্থা জারির সময় জীবনের অধিকার ও মৌলিক অধিকার হরণ করা যাবে না। এ ছাড়াও ৩১ জুলাইয়ের মধ্যে “জুলাই সনদ” বিষয়ে যৌক্তিক সমাধানে পৌঁছাতে চায় কমিশন।
অন্যদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, জরুরি অবস্থা নিয়ে বেশ কিছু সিদ্ধান্তে একমতে আসা গেছে। ‘হেড অব স্টেট’ হিসেবে তত্ত্বাবধায়ক ব্যবস্থায় রাষ্ট্রপতিকে কোথাও না কোথাও রাখার প্রস্তাব দিয়েছে বিএনপি।
তবে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতিকে না রাখার পক্ষে মত হয়েছে। তবে রাষ্ট্রপতিকে দেশের প্রধান বিরোধী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে কোনো ভূমিকায় রাখার পক্ষে মত এসেছে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:) , মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন নির্বাহী সম্পাদক : মতিউর রহমান ( জনি), সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), মফস্বল সম্পাদক: এহতেশামুল হক (মাশুক)।
চৌধুরী মল (৫ম তলা), ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাটুলী, ঢাকা-১২০৩। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম