জয়পুরহাটের কালাইয়ের বানদিঘি গ্রামে যৌতুকের দাবিতে নুরুন্নাহার (২৬) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী মাহমুদুল হাসান ও তার বাবা-মায়ের বিরুদ্ধে।
শনিবার মধ্যরাতে এই ঘটনা ঘটে। রাতেই মেয়ের বাবা একই উপজেলার চেচুরিয়া গ্রামের আব্দুর নুর হোসেন বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।
নিহতের বাবা আব্দুর নুর জানান, ছয় বছর আগে বানদিঘি গ্রামের মাহমুদুল হাসানের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের দাবিতে প্রায়ই মারধর করত। শনিবার রাতেও তাকে যৌতুকের দাবিতে মারপিট করে এবং শ্বাসরোধ করে হত্যার পর আত্মহত্যা করেছে বলে তাদের খবর দেয়।
কালাই থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠায়। থানায় মামলা হয়েছে, অচিরেই দোষীদের গ্রেপ্তার করা হবে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড