জুভেন্টাসের হয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেললেন জিয়ানলুইজি বুফন। আর এ ম্যাচে জয় পায় তার দল। গতকাল ইতালিয়ান সিরি আ’তে ভেরোনাকে ২-১ গোলে হারায় জুভেন্টাস। এদিন নিজ মাঠে ম্যাচের ৪৯তম মিনিটে ইতালিয়ান ডিফেন্ডার ড্যানিয়েল রোগানির গোলে এগিয়ে যায় জুভেন্টাস। এর তিন মিনিট পর ফ্রি-কিকে দলের ব্যবধান দ্বিগুণ করেন বসনিয়ান মিডফিল্ডার মিরালেম পিয়ানিস। পরে ম্যাচের ৭৬তম মিনিটে ভেরোনার পক্ষে একমাত্র গোলটি করেন ইতারিয়ান ফরোয়ার্ড আলেস্পিও চেরসি।
আসরে টানা সপ্তবার শিরোপা নিশ্চিত করা জুভেন্টাস ৩৯ জয়, তিন হার ও পাঁচ ড্রয়ে ৯৫ পয়েন্ট নিয়ে লীগ শেষ করলো তারা। আর জুভেন্টাসের হয়ে ১৭ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বুফন। ২০০১-এ আরেক ইতালিয়ান ক্লাব পারমা থেকে জুভেন্টাসে যোগ দেন তিনি। তুরিনের ওল্ড লেডিদের হয়ে এর মধ্যে নয়টি সিরি আ’ সহ মোট ১৮টি শিরোপা জেতেন ৪০ বছর বয়সী এ গোলরক্ষক।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড