
মোছাদ্দেক বিল্লাহ
ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের মধ্য গুয়াটন গ্রামে হাসান হাওলাদার নামে ৫ বছরের এক শিশুকে নিজঘরে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকের এ ঘটনায় মুরাদ হোসেন (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
মুরাদ মধ্য গুয়াটন গ্রামের মৃত আব্দুস সত্তার হাওলাদারের ছেলে। হাসান ওই গ্রামের মৃত আনোয়ার আলী হাওলাদারের ছেলে।
শেখেরহাট পুলিশ ফাড়ির এসআই কামরুজ্জমান জানান, গাছ কাটার ঘটনায় মুরাদের বিরুদ্ধে কোর্টে মামলা করেন একই বাড়ির ইউসুফ আলী। ওই মামলায় প্রতিবেশী মুরাদের বিরুদ্ধে হাসানের মা সাক্ষী দেয়া এবং হাসানের মা মুরাদের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা করায় তাদের উপরে ক্ষিপ্ত ছিল। ওই মামলায় সম্প্রতি জামিনে আসে মুরাদ। রাতে হাসানকে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে হাসানের মা পাশের এক ঘরে যান। হাসানের মা ঝিয়ের কাজ করে কোন মতে সংসার চালাতেন। এ সুযোগে ঘুমন্ত হাসানকে ধাড়ালো অস্ত্র দিয়ে জবাই করে মুরাদ, এ অভিযোগ করছে ওই শিশুর স্বজনরা। মুরাদ এলাকা চিহ্নিত মাদকসেবী ও ব্যবসায়ী। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান এসআই কামরুজ্জামান।
ঝালকাঠি সদর থানার ওসি শোনিত কুমার গাইন বলেন, ঘটনা তদন্তে আটক হওয়া মুরাদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় নিহত হাসানের মা বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় হত্যা মামলায় দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড