মোঃ মুজাহিদুল ইসলাম : টঙ্গী পশ্চিম থানা এলাকায় রাত্রীকালীন কিলো-৮ ডিউটি করার সময় এসআই/মনোহর আলী গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে মোঃ মেজবা উদ্দিন (৫২),পিতা- মৃত ওয়াজেদ আলী, সাং হোল্ডিং নং২২৩/১, মসজিদ গলি,বড় দেওড়া, আদর্শপাডা,থানা-টংগী পশ্চিম,গাজীপুর সিটিকর্পোরেশন- এর বসত বাড়ীতে ভূয়া পুলিশ পরিচয়ে ভাড়াটিয়া হিসাবে এক ব্যক্তি বসবাস করিতেছে। পরবর্তীতে ইং ১১/০১/২৫ তারিখ রাত্র ১২.৪৫ ঘটিকার সময় ঘটনা স্থলে উক্ত এসআই মনোহর আলী (নিঃ) উপস্থিত হইয়া ভুয়া পুলিশ অফিসার পরিচয় কারী মাসুদ (২৯),পিতা- আশরাফুল ইসলাম,সাং- পবন ভাংগা,থানা-আত্রাইল, জেলা-নঁওগা-বলিয়া জানান এবং সে স্বীকার করেন ভূয়া পুলিশ পরিচয়ে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকায় বসবাস করিয়া আসিতেছে।
পরবর্তীতে তাকে গ্রেফতার করতঃ তার হেফাযত হইতে ১. ডিএমপি পোষাকের একটি জ্যাকেট। ২. ডিএমপি পোষাকের একসেট ইউনিফর্ম। ৩. একটি ট্রাকস্যুট জ্যাকেট। ৪. কাভারসহ একটি হ্যান্ডকাফ। ৫. পিস্তলের একটি কভার। ৬. একটি ইউনিফর্মের বেল্ট। ৭. দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার মামলা নং-১৩, তারিখ-১১/০১/২৫, ধারা-১৭০/১৭১ পেনাল কোড রুজু করা হয়।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:) , মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন নির্বাহী সম্পাদক : মতিউর রহমান ( জনি), সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), মফস্বল সম্পাদক: এহতেশামুল হক (মাশুক)।
চৌধুরী মল (৫ম তলা), ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাটুলী, ঢাকা-১২০৩। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম