অনলাইন ডেস্ক: টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে গুম ও শারীরিক মানসিক নির্যাতনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ মোট ১৭ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অভিযোগ গঠনের মাধ্যমে মামলাটি আনুষ্ঠানিকভাবে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে প্রবেশ করেছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের বেঞ্চে এ আদেশ দেন। একই আদেশে প্রসিকিউশনের সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য বুধবার (২১ জানুয়ারি) দিন নির্ধারণ করা হয়।
ট্রাইব্যুনাল সূত্র জানায়, অভিযোগে র্যাবের টিএফআই সেলে আটক রেখে গুম ও নির্যাতনের একাধিক সুনির্দিষ্ট ঘটনার বিবরণ তুলে ধরা হয়েছে। রাষ্ট্রপক্ষের মতে, এসব ঘটনা মানবতাবিরোধী অপরাধের আওতাভুক্ত। অভিযোগ গঠনের আগে প্রসিকিউশন পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এমএইচ তামিম আদালতে টিএফআই সেলের ভয়াবহ চিত্র উপস্থাপন করেন।
সকালে মামলার গ্রেপ্তার ১০ সেনা কর্মকর্তাকে ঢাকার সেনানিবাসের বিশেষ কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্যে প্রিজনভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করা হয়। হাজিরকৃতদের মধ্যে ছিলেন র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, কর্নেল কেএম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ খান, কর্নেল মো. মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন এবং লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম।
এ মামলায় শেখ হাসিনাসহ সাতজন আসামি পলাতক রয়েছেন। পলাতক তালিকায় আরও আছেন শেখ হাসিনার সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, র্যাবের সাবেক মহাপরিচালক এম খুরশিদ হোসেন, ব্যারিস্টার হারুন অর রশিদ এবং লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. খায়রুল ইসলাম।
শুনানিতে আসামিপক্ষ অভিযোগ থেকে অব্যাহতির আবেদন জানালেও ট্রাইব্যুনাল তা খারিজ করেন। রাষ্ট্রপক্ষের পক্ষে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, “অভিযোগের ভিত্তিতে বিচার শুরু করা ছাড়া ন্যায়বিচারের পথ খোলা থাকে না।” আদালত অভিযোগ গঠন করে মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে পাঠান।
প্রসিকিউশনের বক্তব্য অনুযায়ী, টিএফআই সেলে দীর্ঘ সময় ধরে নিরপরাধ মানুষকে আটকে রেখে নির্যাতন করা হতো। ৩ ডিসেম্বর অভিযোগ গঠনের শুনানি শেষে রাষ্ট্রপক্ষ এসব ঘটনাকে দীর্ঘ সময়ের গুম সংস্কৃতির প্রতিচ্ছবি হিসেবে তুলে ধরে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড