অনলাইন ডেস্ক: নিরাপত্তা ও উদ্বেগের কথা জানিয়ে আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলংকায় সরিয়ে নিতে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আবারও অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ রাজধানীর একটি হোটেলে বিসিবি কর্মকর্তা এবং আইসিসি প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এই অনুরোধ জানানো হয়। বৈঠকে বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলংকায় সরিয়ে নিতে আবারও আনুষ্ঠানিকভাবে অনুরোধ করা হয়েছে। বাংলাদেশ দল, সমর্থক, সংবাদকর্মী ও সংশ্লিষ্ট অন্যদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে বাংলাদেশ সরকারের দৃষ্টিভঙ্গি ও ভাবনার কথাও আইসিসিকে জানিয়েছে বিসিবি।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সব পক্ষই প্রাসঙ্গিক বিষয়গুলো গঠনমূলক, সৌহার্দ্যপূর্ণ, আন্তরিক পরিবেশে আলোচনা করেছে।
বৈঠকে অন্যান্য বিষয়ের মধ্যে, ন্যূনতম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে বিষয়টি সমাধানের উপায় হিসেবে বাংলাদেশকে ভিন্ন একটি গ্রুপে স্থানান্তরের সম্ভাবনাও আলোচনায় এসেছে।
বিসিবির সাথে আলোচনায় অংশ নেন আইসিসির ইভেন্টস ও কর্পোরেট কমিউনিকেশন্স জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা ও ইন্টেগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ। শেষ মুহূর্তে ভিসা না পাওয়ায় অনলাইন আলোচনায় যোগ দেন সাক্সেনা। তবে বৈঠকের জন্য ঢাকায় আসেন এফগ্রেভ।
বৈঠকে বিসিবির পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি মো. সাখাওয়াৎ হোসেন ও ফারুক আহমেদ, পরিচালক ও ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গঠনমূলক আলোচনা অব্যাহত রাখতে বিসিবি ও আইসিসি সম্মত হয়েছে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড