কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীর মৎস্য ঘের ও প্যারাবনে গরু চরাতে গিয়ে নিখোঁজ হয় দাদা মো. ইউসুফ আলী (৭৫) ও তাঁর নাতনি রোজিনা আক্তার (১০)। নিখোঁজের দুই দিন পর আজ শুক্রবার সকাল আটটার দিকে উপজেলার হোয়াইক্যং উনছিপ্রাং রইক্ষ্যংখালের মুখে ভাসমান অবস্থায় রোজিনার লাশ এবং সকাল নয়টার দিকে ঝিমংখালী এলাকা থেকে ইউসুফ আলীর লাশ উদ্ধার করে পুলিশ।
গত বুধবার সকাল ১০টার দিকে উপজেলার হোয়াইক্যং লম্বাবিল গ্রামের মৃত আবদুল আজিজের ছেলে মোহাম্মদ ইউসুফ আলী ও আব্দুল মালেকের মেয়ে রোজিনা আক্তার একসঙ্গে নাফ নদীর মৎস্য ঘের ও প্যারাবনে কয়েকটি গরু চরাতে করাতে যায়। দিন শেষে গরুগুলো বাড়িতে চলে এলেও তাদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় চাকমা প্রথম আলোকে দাদা-নাতনির লাশ উদ্ধারের খবর নিশ্চিত করে বলেন, পরিবারের কোনো আপত্তি না থাকায় লাশ দুটি হস্তান্তর করা হয়েছে। ধারণা করা হচ্ছে, নাফ নদীর খালের মোহনায় জোয়ার-ভাটায় কিংবা পাহাড়ি ঢলে তারা চাপা পড়েছিল।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির পরিদর্শক দীপংকর কর্মকার প্রথম আলোকে বলেন, স্থানীয়দের সহযোগিতায় লাশ দুটি উদ্ধার করা হয়েছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে দাদা-নাতনির লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।