টেক্সাসে রবিবার রাতে এক ইঞ্জিন বিশিষ্ট ছোট একটি বিমান জরুরি অবতরণের সময় বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত ৩ জন নিহত হয়েছে। খবর সিএনএনের।
সান অ্যান্তনিও'র ফায়ার চিফ চার্লস হুড সিএনএনকে বলেন, বিমানটি সুগারল্যান্ড থেকে টেক্সাসের বোয়েরনের দিকে যাচ্ছিল। কিন্তু বিমানটির ইঞ্জিনে সমস্যা দেখা দিলে সান অ্যান্তনিও আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করার চেষ্টা করে। কিন্তু বিধ্বস্ত হয়ে রাস্তায় পড়ে যায়।
হুড আরো বলেন, নিহতদের মধ্যে ২ পুরুষ ও এক নারী ছিলেন।
তিনি আরো জানান, উদ্ধারকারীরা বিমানের অর্ধেক ধ্বংসাবশেষ ফুটপাতে পায় আরেক অর্ধেক ধ্বংসাবশেষ একটি বাড়ির সামনে রাস্তায় পায়।
এছাড়া তিনি বলেছেন, আমাদের ভাগ্য ভালো বিমানটি কোন হাইওয়েতে বা বাড়িতে পড়েনি। তাহলে হতাহতের সংখ্যা আরো বাড়তো।
মার্কিন ফেডারেল এভিয়েশন প্রশাসন বলছে, তারা এই বিমান বিধ্বস্তের ঘটনার তদন্ত করছে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড