নিউজ ডেস্ক: ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হওয়ার কোনও কারণ দেখছে না বিএনপি। ফ্যাসিবাদবিরোধী শক্তির মধ্যে ফাটল ধরাতে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা উঠেপড়ে লেগেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শনিবার (৩১ মে) দুপুরে রাজধানীর কাকড়াইলে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। ।
তিনি বলেন, নির্বাসনে, নির্যাতনে, কারাবাসে, আয়নাঘরে যারা ১৭ বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে তাদের দেশদ্রোহী বানানো হচ্ছে। বিএনপির বিরুদ্ধে উদ্দ্যেশ্যেপ্রণোদিত এই অপপ্রচার, গণতান্ত্রিক সংগ্রামকে কলঙ্কিত করে।
বিএনপির এই নেতা বলেন, আমরা যারা নির্বাচন চাই, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে চাই নির্বাচন ও গণমানুষের কথা বলি তারাই বাংলাদেশের বিরুদ্ধে চলে গিয়েছি। কারণ তারা নির্বাচন ও গণতন্ত্রের শক্ত ভিত্তি চায় না। তারা চায় বাংলাদেশ বিদেশ নির্ভর থাকুক। তারা আমাদের দেশদ্রোহী এবং অন্যান্য দেশের এজেন্ট বানাতে তৎপর হয়ে উঠেছে। আমাদের সন্তানদেরও তারা এসব প্রচারণার অংশ বানিয়ে নিয়েছে। আমার ওপর যে অত্যাচার, নির্যাতন হয়েছে তার সবচেয়ে বড় ভুক্তভোগী আমার পরিবার।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদ বিরোধী শক্তিদের মধ্যে ফাটল ধরাতে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা উঠে পড়ে লেগেছে। একটি গোষ্ঠী তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে অথবা ফ্যাসিবাদ পুনর্বাসিত করতে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল ধরাচ্ছে। নির্বাচনের কথা বললেও নারাজ হন প্রধান উপদেষ্টা। সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্ব করা হচ্ছে। সংস্কার কমিশনের আপনারা নিজেদেরমতো যে সংস্কারগুলো চান কেন তা জাতিকে মেনে নিতে হবে এমন প্রশ্ন রাখেন তিনি।
আগামী ২ তারিখে প্রধান উপদেষ্টা বিএনপিকে ডেকেছেন। ডিসেম্বরের বাইরে নির্বাচনে যাওয়ার একটি কারণও নেই বলে উল্লেখ করেন তিনি।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:) , মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন নির্বাহী সম্পাদক : মতিউর রহমান ( জনি), সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), মফস্বল সম্পাদক: এহতেশামুল হক (মাশুক)।
চৌধুরী মল (৫ম তলা), ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাটুলী, ঢাকা-১২০৩। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম