আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির বার্লিন ব্র্যান্ডেনবার্গ বিমানবন্দরে অজ্ঞাত ড্রোন দেখার পর প্রায় দুই ঘণ্টা বিমান চলাচল স্থগিত রাখা হয়। শুক্রবার রাতের এই ঘটনাকে ইউরোপজুড়ে সাম্প্রতিক ড্রোন আতঙ্কের অংশ হিসেবে দেখছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বার্লিন থেকে এএফপি এ খবর জানিয়েছে।
বিমানবন্দর মুখপাত্র জানান, স্থানীয় সময় শুক্রবার রাত ৮টা ৮ মিনিট থেকে ৯টা ৫৮ মিনিট পর্যন্ত সব উড্ডয়ন ও অবতরণ স্থগিত রাখা হয়। এ সময় বেশ কিছু ফ্লাইটকে জার্মানির অন্য বিমানবন্দরে অবতরণ করতে বলা হয়। তিনি আরও জানান, যাত্রীদের ভোগান্তি কমাতে বার্লিনে রাতের ফ্লাইট নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করা হয়েছে। মুখপাত্র বলেন, ‘আপাতত মনে করছি, ঝুঁকি কেটে গেছে।’
ব্র্যান্ডেনবার্গ রাজ্যের পুলিশ জানায়, ড্রোন দেখার খবর পেয়ে তারা একটি টহল গাড়ি ও হেলিকপ্টার পাঠায়। টহল দল ড্রোনটি শনাক্ত করলেও নিয়ন্ত্রণকারীকে খুঁজে পাওয়া যায়নি। বিমানবন্দর ও সামরিক ঘাঁটিসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় অজ্ঞাত ড্রোনের উপস্থিতি বাড়ায় বড় ধরনের নিরাপত্তা ঝুঁকির বিষয়ে আগে থেকেই সতর্ক করে আসছিলেন জার্মান নেতারা।
ডেনমার্ক, নরওয়ে ও পোল্যান্ডেও সম্প্রতি অজ্ঞাত ড্রোন দেখা যাওয়ায় ফ্লাইট স্থগিত করতে হয়েছে। অন্যদিকে রোমানিয়া ও এস্তোনিয়া এসব ঘটনার জন্য সরাসরি রাশিয়াকে দায়ী করেছে। যদিও মস্কো এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের অন্যতম প্রধান ন্যাটো মিত্র জার্মানি। তাই সাম্প্রতিক ঘটনাগুলোতে রুশ সম্পৃক্ততার ইঙ্গিত দিয়েছে বার্লিনও।
গত কয়েক মাসে জার্মানির সামরিক ঘাঁটি, শিল্প এলাকা ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনার ওপর একাধিক অজ্ঞাত ড্রোন উড়তে দেখা গেছে। গত মাসেও দক্ষিণাঞ্চলীয় মিউনিখ শহরে দু’দফা ড্রোন দেখতে পাওয়ায় বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়। এতে বহু যাত্রী ভোগান্তিতে পড়েন এবং অনেক ফ্লাইট বাতিল বা পরিবর্তন করতে হয়। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডব্রিন্ড বলেছেন, জার্মানিকে এই ধরনের বহুমাত্রিক হুমকির বিরুদ্ধে নতুনভাবে প্রস্তুত হতে হবে। এজন্য ড্রোন শনাক্ত করা, তাদের অবস্থা যাচাই করা এবং প্রয়োজন হলে গুলি করে ধ্বংস করার ক্ষমতা বাড়ানো হবে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড