নিউজ ডেস্ক: ঢাকায় এবার পবিত্র ঈদুল ফিতর উদযাপনে আন্দন্দের সাথে যোগ হয়েছে ঐতিহ্যের ছোঁয়া। মুঘল আমলের কায়দায় রাজধানীতে ঈদ আনন্দ মিছিল হয়েছে। কেবল আজ নয়, গতকাল সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখার পরও ঢাকার বিভিন্ন স্থানে মিছিল হয়।
রাজধানীবাসী আজ সকালে জাতীয় ঈদগাহ ময়দান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ নগরীর বিভিন্ন মসজিদে উৎসাহ-উদ্দীপনার সঙ্গে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি, শুভেচ্ছা বিনিময় করে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।

নামাজের পর ঈদ আনন্দ মিছিল ঢাকায় এবারের উদযাপনে মূল আকর্ষণ। ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে ফিরিয়ে আনা হয় ঢাকার ৪০০ বছরের পুরনো ঐতিহ্য। পুরনো বাণিজ্যমেলার মাঠে ঈদুল ফিতরের জামাত শেষে সকাল ৯টায় সেখান থেকেই শুরু হয় বর্ণাঢ্য ঈদ আনন্দ মিছিল, যা শেষ হয় সংসদ ভবনের সামনে এসে।
বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিছিলটি বর্ণিল হয়ে ওঠে। মিছিলে সুসজ্জিত পাঁচটি শাহী ঘোড়া, ১৫টি ঘোড়ার গাড়ি, ব্যান্ড পার্টি ও বাদ্যযন্ত্র ছিল।
এছাড়া, সেখানে সংক্ষিপ্ত একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে শিল্পীরা ঈদের গান পরিবেশন করছেন। যা অংশগ্রহণকারীদের মাঝে বাড়তি আনন্দ যোগ করে। মিছিল শেষে অংশগ্রহণকারীদের সেমাই ও মিষ্টি খাওয়ানো হয়।
এর পাশাপাশি ঢাকা উত্তর সিটির ঈদ আনন্দ উৎসবের অন্যতম অনুষঙ্গ দুই দিনব্যাপী ঈদ আনন্দমেলা। আজ ও আগামীকাল বাণিজ্য মেলার পুরাতন মাঠে হচ্ছে এই মেলা। যা সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। মেলায় শিশুদের বিনোদনের জন্য নাগরদোলা থাকছে।

. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড