অনলাইন ডেস্ক: ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ) পরীক্ষা আজ শুক্রবার (১৮ জুলাই) অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানী ঢাকার ২০টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা নেওয়া হবে।
স্বাস্থ্যখাতে জরুরি ভিত্তিতে তিন হাজার চিকিৎসক নিয়োগের লক্ষ্যে এই বিশেষ বিসিএসের আয়োজন করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এর মধ্যে ২ হাজার ৭০০ জন সহকারী সার্জন এবং ৩০০ জন সহকারী ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হবে।
পিএসসি সূত্র জানায়, তিন হাজার পদের বিপরীতে এবার পরীক্ষায় অংশ নিচ্ছেন ৪১ হাজার ২৫ জন প্রার্থী। প্রতি আসনে প্রতিযোগিতা করছেন গড়ে ১৪ জন।
পরীক্ষার্থীদের সকাল ৮টা থেকে ৯টা ৩০ মিনিটের মধ্যে কেন্দ্রে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের পর গেট বন্ধ হয়ে যাবে এবং প্রবেশ করা যাবে না। সঙ্গে শুধু প্রবেশপত্র ও কালো কালি ব্যবহারযোগ্য বলপেন রাখা যাবে। নিষিদ্ধ সামগ্রী বহনের ক্ষেত্রে নেওয়া হবে আইনি ব্যবস্থা।
এবারের এমসিকিউ পরীক্ষা হবে মোট ২০০ নম্বরের। এর মধ্যে মেডিকেল সায়েন্সে ১০০ এবং সাধারণ বিষয়ের ওপর ১০০ নম্বর থাকবে। ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন, যা হবে ১০০ নম্বরের।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:) , মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন নির্বাহী সম্পাদক : মতিউর রহমান ( জনি), সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), মফস্বল সম্পাদক: এহতেশামুল হক (মাশুক)।
চৌধুরী মল (৫ম তলা), ৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, টিকাটুলী, ঢাকা-১২০৩। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম