বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ফুটবলে বড় ধরনের এক বা একাধিক আয়োজন করতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এরই অংশ হিসেবে ইউরোপের দুটি শীর্ষস্থানীয় ক্লাবকে ঢাকায় এনে প্রীতি ম্যাচ খেলানোর ভাবনা দেশের ফুটবল কর্তৃপক্ষের। এরই মধ্যে কয়েকটি ক্লাবকে প্রস্তাবও দেওয়া হয়েছে। বাফুফের প্রস্তাবে প্রাথমিক সাড়া দিয়ে বাংলাদেশে আসছে ম্যানচেস্টার ইউনাইটেডের একটি প্রতিনিধি দল। চার সদস্যের দলটি ঢাকায় পা রাখবে মঙ্গলবার।
বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড প্রতিনিধিদের আগমনের খবর জানিয়ে বাফুফে সাধারণ সম্পাদক বলেন, 'আমরা অনেক ক্লাবের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছি। প্রস্তাবের সম্ভাব্যতা যাচাই করতে ম্যানইউ আসছে। তারা এখানে এসে ভেন্যু, হোটেল, যোগাযোগ ব্যবস্থাসহ অন্যান্য বিষয় খতিয়ে দেখবে। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।'
ম্যানইউর পাশাপাশি আরও একাধিক ক্লাবের সাড়ার অপেক্ষায় আছে বাফুফে। বিশেষ করে ইতালির জুভেন্তাস বা ফ্রান্সের পিএসজির মতো ক্লাবকে আনতে পারলে দুই ইউরোপীয় দলের জমজমাট ম্যাচ আয়োজন করা যাবে। এ ছাড়া বিদেশি ক্লাবের সঙ্গে বাংলাদেশ জাতীয় দলের একটি প্রীতি ম্যাচ আয়োজনের ভাবনাও আছে বাফুফের। তবে কোনো কিছুই এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি। ২০২০ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষকে উপলক্ষ করে ৮ ডিসেম্বর থেকে মুজিববর্ষ পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকার।
এ উপলক্ষে বঙ্গবন্ধু গোল্ডকাপসহ একাধিক আয়োজনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বাফুফে। এর আগে চলতি নভেম্বরে দুই লাতিন আমেরিকান দল আর্জেন্টিনা ও প্যারাগুয়েকে আনার পরিকল্পনা ছিল ফেডারেশনের। তবে সময়-স্বল্পতা, অর্থ সংকুলান না হওয়া এবং কিছু শর্তে বাফুফের সঙ্গে এজেন্টের বনিবনা না হওয়াসহ নানাবিধ কারণে শেষ পর্যন্ত তা হয়ে ওঠেনি।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড