অনলাইন ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতির অংশ হিসেবে ঢাকা-১৫ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রাজধানীর গুরুত্বপূর্ণ এই আসনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) আগারগাঁওয়ে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ডা. শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই আনুষ্ঠানিকতা সম্পন্ন করে।
ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও ঢাকা-১৩ এবং ঢাকা-১৫ আসনের রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এদিন ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। তফসিল ঘোষণার পর থেকে এই আসনে বেশ কয়েকজন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ঘোষিত তফসিল অনুসারে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৯ ডিসেম্বর পর্যন্ত।
ঢাকা-১৫ আসনের পাশাপাশি একই দিনে ঢাকা-১৩ আসনেও মনোনয়নপত্র সংগ্রহে তৎপরতা দেখা গেছে। ওই আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ মনোনয়নপত্র সংগ্রহ করেন। নির্বাচন কমিশন সূত্র জানায়, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) পর্যন্ত ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসন মিলিয়ে মোট একুশ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শীর্ষ রাজনৈতিক ও ধর্মভিত্তিক দলের নেতাদের সরাসরি নির্বাচনী প্রস্তুতি রাজধানীর এই দুই আসনে ভোটের সমীকরণকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলছে। মনোনয়নপত্র জমার সময় ঘনিয়ে আসায় আগামী দিনগুলোতে প্রার্থীদের প্রচার ও সাংগঠনিক তৎপরতা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড