অনলাইন ডেস্ক: ঢাকা-১৭ সংসদীয় আসন থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ এই আসনে তার প্রার্থিতা ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়। মনোনয়নপত্র জমা দেন তার প্রধান নির্বাচনী সমন্বয়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম এবং অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকসহ দলের জ্যেষ্ঠ ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর আব্দুস সালাম সাংবাদিকদের বলেন, “দীর্ঘ ১৭ বছর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশের বাইরে থাকতে হয়েছে। নানা নির্যাতন ও চাপের মধ্যেও তিনি দলের নেতৃত্ব দিয়েছেন। আমরা বিশ্বাস করি, জনগণের ভোটে তিনি জয়ী হবেন এবং দেশের চলমান সংকট উত্তরণে ভূমিকা রাখবেন।” তিনি তারেক রহমানের জন্য সবার দোয়া কামনা করেন।
এর আগে রোববার (২৮ ডিসেম্বর) সকালে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয় বলে দলীয় সূত্রে জানানো হয়। একই দিনে দলীয় নেতারা জানান, ঢাকা-১৭ আসনে প্রার্থী হওয়ার বিষয়ে দীর্ঘদিন ধরেই বিএনপির ভেতরে আলোচনা চলছিল। গুলশান, বনানী ও বারিধারার মতো গুরুত্বপূর্ণ এলাকা নিয়ে গঠিত এই আসন থেকে নির্বাচন করার বিষয়ে তারেক রহমানকে দলের জ্যেষ্ঠ নেতারা অনুরোধ জানিয়ে আসছিলেন।
ঢাকা-১৭ আসনে তারেক রহমান প্রার্থী হওয়ার ঘোষণার পর রাজনৈতিক সমীকরণেও পরিবর্তন এসেছে। এই আসনে প্রার্থী না হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। তিনি ভোলা-১ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছেন। দলীয় সূত্র অনুযায়ী, ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রার্থিতা ঘোষণার পরই তিনি এই সিদ্ধান্ত নেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই শুরু হবে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) থেকে এবং চলবে ২০২৬ সালের রোববার (৪ জানুয়ারি) পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে সোমবার (৫ জানুয়ারি) থেকে শুক্রবার (৯ জানুয়ারি) পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে শনিবার (১০ জানুয়ারি) থেকে রোববার (১৮ জানুয়ারি)। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় মঙ্গলবার (২০ জানুয়ারি)। চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে বুধবার (২১ জানুয়ারি)। নির্বাচনী প্রচারণা শুরু হবে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড