আন্তর্জাতিক ডেস্ক: সুপার টাইফুন রাগাসার প্রবল বর্ষণে তাইওয়ানের একটি পুরনো হ্রদের বাঁধ ভেঙে অন্তত ১৪ জনের প্রাণহানি ও ১৮ জন আহত হয়েছে বলে বুধবার হুয়ালিয়েন কাউন্টি সরকারের প্রেস কর্মকর্তা লি কুয়ান-টিং জানিয়েছেন।
জাতীয় অগ্নিনির্বাপক সংস্থা জানিয়েছে, এই ঘটনায় ১২৪ জন নিখোঁজ রয়েছে। তাইপে থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। পূর্বাঞ্চলীয় হুয়ালিয়েন কাউন্টিতে মঙ্গলবার বাঁধটি ভেঙে পড়লে একটি সেতু ভেসে যায় ও একটি শহরে কাদামাটির স্রোত ঢুকে পড়ে।
স্থানীয় কুয়াং ফু টাউনশিপের নেতা হসু চেং-হসিয়ুং (৫৫) বলেন, এটা যেন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মতো ছিল। কাদামাটির স্রোত সরাসরি আমার বাড়ির প্রথম তলায় ঢুকে পড়ে।স্থানীয় বাসিন্দা ইয়েন শাউ (৩১) বলেন, এটা যেন একেবারে দুর্যোগের সিনেমা। হ্রদের বাঁধটি ভাঙার এক ঘণ্টা আগে পর্যন্ত অনেক মানুষ স্থানীয় সুপারমার্কেট ও মুদি দোকানে কেনাকাটা করছিলেন। কয়েক মিনিটের মধ্যেই পানি প্রথম তলার অর্ধেক পর্যন্ত উঠে যায়।
তিনি আরও জানান, আরেকটি স্রোতের ভয়ে মঙ্গলবার রাতে তিনি ঘুমাতে পারেননি। বুধবার সকাল থেকে বাড়ি থেকে কাদা সরানোর চেষ্টা করছেন। কাদা এতটাই গভীর ছিল যে তা খুঁড়ে ফেলা সম্ভব হচ্ছিল না।অগ্নিনির্বাপক সংস্থা প্রকাশিত ফুটেজে প্লাবিত রাস্তা, অর্ধেক ডুবে যাওয়া গাড়ি ও উপড়ে যাওয়া গাছ দেখা গেছে।টাইফুন রাগাসার কারণে পুরো তাইওয়ান জুড়ে ৭ হাজার ৬০০ জনের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
তাইওয়ানে সাধারণত জুলাই থেকে অক্টোবরের মধ্যে প্রায়ই ঘূর্ণিঝড় আঘাত হানে।এ বছরের জুলাইয়ের শুরুতে আঘাত হানা টাইফুন ড্যানাসে দুই জনের প্রাণহানি ও কয়েকশ মানুষ আহত হয়েছিল। সপ্তাহান্তে দক্ষিণাঞ্চলে ৫০ সেন্টিমিটারেরও বেশি বৃষ্টিপাত ও ঝড় শুরু হয়েছিলো।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড