
শিক্ষকদের দাবি, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বিনা উসকানিতে হামলা চালিয়েছে পুলিশ। প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক শামসুদ্দিন মাসুদ বলেছেন, “বহুবার আলোচনায় বসেছি, কিন্তু কোনো ফল হয়নি। এবার দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথেই থাকব। প্রজ্ঞাপন ছাড়া কেউ ঘরে ফিরবে না।”
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপিও একই অবস্থান জানিয়েছেন। তিনি বলেন, “আমরা বহু বছর ধরে বঞ্চিত। এবার দাবি পূরণ না হলে অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি একসঙ্গে চলবে।”
‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’-এর ব্যানারে চারটি সংগঠন এই আন্দোলন পরিচালনা করছে। তাদের দাবিগুলো হলো—সহকারী শিক্ষকদের বেতন জাতীয় বেতন কাঠামোর দশম গ্রেডে উন্নীত করা, চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান সংক্রান্ত জটিলতার স্থায়ী সমাধান এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্যমতে, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার ৫৬৭টি এবং এসব বিদ্যালয়ে কর্মরত শিক্ষক সংখ্যা প্রায় ৩ লাখ ৮৪ হাজার। ফলে রোববার থেকেই এসব বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।
এদিকে, তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষকদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শনিবার রাতে এক ফেসবুক পোস্টে তিনি শিক্ষকদের ওপর পুলিশের হামলার নিন্দা জানিয়ে বলেন, “শিক্ষকদের দাবি যৌক্তিক, আমরা তাদের সঙ্গে আছি।”
সরকারি সূত্রগুলো জানায়, সহকারী শিক্ষকদের বেতনগ্রেড উন্নীত করার বিষয়টি পর্যালোচনায় আছে। এর আগে আদালতের নির্দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ জন প্রধান শিক্ষকের বেতন গ্রেড এক ধাপ বাড়িয়ে দশম গ্রেডে উন্নীত করা হয়, যা সারাদেশের প্রধান শিক্ষকদের জন্যও দৃষ্টান্ত তৈরি করেছে।
তবে সহকারী শিক্ষকরা বলছেন, শুধুমাত্র প্রতিশ্রুতি নয়, প্রজ্ঞাপন প্রকাশের আগ পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড